নারায়ণগঞ্জের তারাবো থেকে আড়াইহাজার পর্যন্ত বিতরণ গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (৭ এপ্রিল) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৬ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তারাবো হতে আড়াই হাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এসময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছ।









Discussion about this post