নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতার ছুরিকাঘাতে ছেলে খুন ঘটনায় ঘাতক বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া)এসএপি মোঃ সম্রাট তালুকদার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাযায়, গত ১২ এপ্রিল রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় পারিবারিক কলহের জের ধরে সেলিম মোল্লা তার সহযোগীদের সহায়তায় তার ছেলে সজিব (১৮)কে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং ধারালো ছুরিকাঘাতে হত্যা করেছে।
এ ঘটনায় নিহত সজিবের মা ফাতেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এর একটি অভিধানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ঘাতক পিতা সেলিম মোল্লা ও চাচা কবির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post