নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার একটি ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ১৬ এপ্রিল রাত পৌনে ৮টায় উপজেলার দাপা বালুর ঘাট এলাকায় একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট বাসায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন, টাঙ্গাইলের নুরুল আমিন (৩০) ও তাঁর স্ত্রী আরজিনা বেগম (২০)। তারা এখানে পোশাক কারখানায় কাজ করেন এবং ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।’
ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার স্টেশনের অপারেট ফায়ারম্যান মো. জুয়েল বলেন, ‘স্থানীয়রা ৭টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর দেয়। পরে আমাদের একটি ইউনিট দ্রুত ঘণ্টাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। আগুন নিভিয়ে ফেলার পর ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করে এবং গ্যাসের লাইন বন্ধ করে ৯টা ১৪ মিনিটে ইউনিটটি স্টেশনে ফিরে আসে।’
তিনি আরো বলেন, ‘তিন তলা ভবনের পিছনে একটি জ্বালানি গ্যাসের পাইপ লাইন ফেটে তাদের রান্না ঘরে গ্যাস জমে থাকে। তারা যখন রান্নার চুলা জ্বালানোর জন্য ম্যাচ দিয়ে আগুন জ¦ালায় তখনই বিস্ফোরণ হয়। আর বাইরের পাইপ লাইনেও আগুন ধরে যায়। তাছাড়া তেমন আর কোন ক্ষয়ক্ষতি হয়নি।’
ঢাকা মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, বার্ণ ইউনিটে দগ্ধ চিকিৎসাধীন স্বামী স্ত্রীর অবস্থা আশংকাজনক।









Discussion about this post