নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে তার বাড়ি চুনকা কুটিরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, আওয়ামী লীগ নেতা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে দেওভোগ এলাকায় নিজ বাসভবন ইফতারের আয়োজন করেন সিটি মেয়র ডা. আইভী। বৈরি আবহাওয়া থাকা সত্ত্বেও বিশিষ্টজনরা এই ইফতার মাহফিলে অংশ নেন।
এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, নাসিক কাউন্সিলর রুহুল আমিন, মিজানুর রহমান খান, মনোয়ারা বেগমসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।









Discussion about this post