নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার তারাব পৌরসভার কাঞ্চন- রূপসী সড়কে রূপসী শওকত মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার এসআই মিরাজ আহমেদ জানান, শুক্রবার ভোররাতে রূপসী শওকত মার্কেটের সামনে একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে। এসময় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত সদস্য তানসেন মিয়া, হাসান মিয়া, সোহাগ হোসেন, শাহীদুল, ছাব্বির মিয়া ও আকরামকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ডাকাত সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post