নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিতা গামের্ন্টস নামে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতিক) ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকালে আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে কারখানা ছুটি থাকায় ভেতরে কোনো শ্রমিক ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এমন অগ্নিকান্ডের ঘটনায় এলাকার অনেকেই ভাৎক্ষনিকভাবে মন্তব্য করে বলেছেন, অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক । যা সঠিক তদন্ত করে দেখা উচিৎ। পূর্ব শত্রুতা, লেনদেন ও ইন্সুরেন্স সংক্রান্ত জটিলতা থাকতে পারে এমন অগ্নিকান্ডের নেপথ্যে। স্বার্থ হাসিলের লক্ষ্যে এমন অগ্নিকান্ডে ঘটেছে কিনা তা খতিয়ে দেখা জরুরী ।









Discussion about this post