নারায়ণগঞ্জ শহরের খানপুরের বাসিন্দা কলেজ ছাত্র সিহাব (১৮) মেয়র হানিফ ফ্লাইওভারে মটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে।
মোহাম্মদ সিহাব তার চাচার বাড়ি থেকে নারায়ণগঞ্জে আসার পথে ফ্লাইওভারে দূর্ঘটনার শিকার হয় । ঘটনাস্থলেই মৃত্যুর পর যাত্রাবাড়ী থানা পুলিশ বুধবার (৩ মে) রাত সাড়ে ৯টায় লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।
নিহত মোহাম্মদ সিহার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার সাইফুল ইসলাম মনিরের বড় ছেলে ।
নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলো সিহাব।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । আর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করার অনুমতি দেয়া হয়েছে৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাতেই পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে ।









Discussion about this post