আড়াইহাজার থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
এ সময় তাদের নিকট থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ মে) বিকালে উপজেলার কড়ইতলা রামচন্দ্রদী ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লার কোতয়ালীর কৃষ্ণপুর এলাকার আমির ইসলামের ছেলে মোঃ আকরাম হোসেন (২৩) এবং ভাটকেশর এলাকার মৃত আঃ লতিফের ছেলে মোঃ আল আমিন হোসেন (২২)।
বুধবার (১১ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post