দীর্ঘদিন যাবৎ অপরিচ্ছন্ন উপায়ে মিস্টি, দইসহ নানা খাদ্য উৎপাদন করে বিক্রি করে আসছিলো আদি আদর্শ মিস্টান্ন ভান্ডার । এমন অভিযোগ ছাড়াও আরো অনেকে অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
অসংখ্য এমন অভিযোগের পর এবার নগরীর কালিরবাজারে আদি আদর্শ মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ।
অবৈধ প্রক্রিয়ায় মিস্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় বুধবার (১৮ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এই জরিমানা করেন। এসময় ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মো সেলিমুজ্জামান জানান, ভেজাল এবং নকল উৎপাদনের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ভেজাল ও নকল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
নগরীর কালিরবাজারে আদি আদর্শ মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানার ঘটনায় উপস্থিত অনেকেই কঠোর সমালোচনা করে বলেন, অরুন মোদক মৃত্যুর পর তার একমাত্র পুত্র মলয় মোদক এই প্রতিষ্ঠানটির কর্ণধার । মলয় মোদক আদর্শ মিস্টান্ন ভান্ডার নামের এই ব্যবসার পাশাপাশি আইন পেশার সাথে জড়িত। আইন পেশার সাথে জড়িত এমন ব্যক্তির প্রতিষ্ঠানে এমন বেআইনী কারবার চলছে কি করে ? এমন অভিযোগ ছাড়াও নানা অভিযোগ শহরবাসীর মাঝে চাউর থাকলেও কেউ আইনী জটিলতার কারণে কেউ মুখ খুলতে পারে না।









Discussion about this post