নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার বাসিন্দা মো. আপেল মিয়ার বিরুদ্ধে রূপসী বাংলা নার্সারীতে গিয়ে গাছ গাছালি নষ্ট ও মালিককে হুমকি ধমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামতলা এলাকার রূপসী বাংলা নার্সারীর মালিক ফতুল্লা এনায়েতনগর এলাকার বাসিন্দা ইমতিয়াজ ওমর সুমন ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৯ মে) দায়েরকৃত অভিযোগে ইমতিয়াজ ওমর সুমন বলেন, আমি জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারের পাশে রূপসী বাংলা নামে একটি নার্সারী দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছি। মো. আপেল মিয়া এই জায়গায় দোকান নির্মাণ করার চেষ্টা করে আসছে। তার ইন্ধনে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন প্রায় সময়ই আমার নার্সারি থেকে বিভিন্ন গাছ-গাছালি জোরপূর্বক নিয়ে যেতো এবং গাছ-গাছালি নষ্ট করে ফেলতো। আমি তাদেরকে বাধা দিলে আমাক বিভিন্ন প্রকার হুমকি ধমকি ও প্রাণনাশের এবং নার্সারি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিত।
তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় গত ১৮ মে রাতে আপেলের ইন্ধনে আজ্ঞাতনামা লোকজন আমার নার্সারীর গেইটের তার কেটে ভিতরে প্রবেশ করে ফলজ, বনজ, ওষুধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছ নেয় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। তাদের এরকম কর্মকান্ডে আমাকে হয়রানি ও আমাকে আর্থিকভাবে ক্ষতি সাধন করছে। আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা চাই।
ইমতিয়াজ ওমর সুমন আরও বলেন, বৃহস্পতিবার আপেল নিজে নার্সারিতে এসে আমার ম্যানেজারের গাঁয়ে হাত তুলেছে। তার শরীরে গরম কফি ছুড়ে মেরেছে। সেই সাথে আমি এখানে কিভাবে ব্যবসা করি সে দেখে নিবে।
উল্লেখ্য এই আপেল দীর্ঘদিন যাবৎ নারায়ণগহ্জ মহানগরীতে নানা ধরণের অপকর্ম চারিয়ে আসছে বলেও জোড় াভিযোগ রয়েছে । তার বিরুদ্ধে অসংখ্য মামলাও রয়েছে বিচারাধীন ।








Discussion about this post