চার বছর পূর্বে ফতুল্লার কুতুবপুরে পিস্তলের গুলি ফুটিয়ে ভারাইল হওয়া সেই সোহানকে গ্রেপ্তার করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে তাকে ফতুল্লার কুতুবপুরস্থ শাহী মহল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতের নিকট থেকে আধা কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তাারকৃত সোহান (২৪) ফতুল্লা মডেল থানার পাগলা শাহী মহল্লার জাহাঙ্গীরের পুত্র।
উল্লেখ্য যে, ২০১৯ সালের নভেম্বর মাসে একটি পিস্তল দিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়েন। প্রায় ৫ সেকেন্ডের ভিডিওতে একটি গুলি ছুড়তে দেখা যায় তাকে। পুলিশ নিশ্চিত হয়েছে ভিডিওটি বেশ কয়েক বছর আগের।
তবে পুলিশ বলছে, আগের হলেও এটা আইনগত দণ্ডনীয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওয়ের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হলেও ব্যবহৃত সেই অস্ত্রটি পাওয়া যায়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপু জানান, সোহানকে গাজাঁসহ গ্রেপ্তার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।









Discussion about this post