গাজীপুরের নলছাটা এলাকায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মে) সকাল নয় টায় ঢাকাগামী ট্রেনটি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দরের তাল ব্যবসায়ী লিটন (৫০), পিকআপ ভ্যানের চালক জাকির (২২) ও তার সহকারী মৃদুল হোসেন (১৫)
রেলওয়ে পুলিশের উপ পরিদর্শ (এসআই) ইকবাল হোসেন জানান, শনিবার সকালে নারায়ণগঞ্জের ব্যবসায়ী পুবাইল বাজার থেকে তালের শাঁস কিনে পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পিকআপ ভ্যানটি কালীগঞ্জের নলছাটা অরক্ষিত রেল ক্রসিংয়ে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক, হেলপার ও ওই ব্যবসায়ী মারা যায়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।









Discussion about this post