নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আলীরটেকে অটোরিক্সা চালক সিয়াম এর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম। ২০ মে আলীরটেক এলাকা থেকে ইয়ামিন (১৯) ও নবী হোসেন (১৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
২০ মে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় ১৩ মে আসামীদ্বয় ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী সিয়ামের অটোরিক্সাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পূর্ব পরিচিতির জের ধরে মোবাইল ফোনে ফোন করে অটোরিক্সা সহ ডেকে নেয় এবং সারাদিন তার অটোরিক্সা নিয়ে ঘুরাঘুরি করে সন্ধ্যায় তাকে উক্ত পরিত্যক্ত ইট-ভাটায় নিয়ে যায়। সেখানে তারা সিয়ামকে মাটিতে ফেলে কয়েকজন মিলে হাত-পা শক্ত করে ধরে এবং ধৃত আসামী ইয়ামিন ‘সিয়াম’কে গলায় চাকু মেরে জবাই করে। পরবর্তীতে সিয়ামের মৃত্য নিশ্চিত হলে তারা লাশটি গুম করার উদ্দেশ্যে ইট দিয়ে ঢেকে রাখে ও অটোরিক্সাটি বিক্রয় করে পরস্পর টাকা ভাগাভাগি করে নেয়।









Discussion about this post