নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে দেশীয় তৈরী ধারালো অস্ত্র সহ রাব্বি, সুজন, পিন্টু ও মনিরকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা।
শুক্রবার (২৭ মে) দিনগত রাত একটায় ফতুল্লা থানার ভূইগড় (কুতুবপুর ২নং ওয়ার্ড) সাইনবোর্ড প্রধান সড়কের পশ্চিম পাশে ওবায়দুল হকের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় তৈরী তিনটি রামদা উদ্ধার করে র্যাব-১১’র সদস্যরা। শনিবার ২৮ মে সকালে গ্রেফতারকৃতদের ফতুল্লা থানায় সোপর্দ সহ বাদী হয়ে মামলা দায়ের করেছে ।
গ্রেফতারকৃতরা হলো : ফতুল্লা মডেল থানার ভূইগড় মাহমুদপুর বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রশিদের ছেলে মো. গোলাম রাব্বি (২২), একই থানার উত্তর ভূইগড়ের মকবুল হোসেনের ছেলে সুজন আহম্মেদ (২২), ভূইগড় রঘুনাথপুরের মনতাজ মিয়ার ছেলে পিন্টু (২৬) ও ভূইগড় পশ্চিম পাড়ার আলমগীর সাউদের ছেলে মনির সাউদ (২৬)।
মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গ্রেফতারকৃতরা দেশীয় তৈরী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অপরাধ সংঘটিত করার জন্য ফতুল্লা মডেল থানার ভূইগড় সাইনবোর্ড প্রধান সড়কের পশ্চিম পাশে ওবায়দুল হকের বাড়ীর সামনের রাস্তায় অবস্থান করছিলো। সংবাদ পেয়ে র্যাব-১১’র একটি দল ঘটনাস্থলে গেলে গ্রেফতারকৃতরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে তিনটি বড় রাম দা উদ্ধার করে।









Discussion about this post