নগরীর চিহ্নিত ছিনতাইকারী হিসেবে কাশিপুর বাংলাবাজার এলাকার হত্যা মামলাসহ একাধির মামলার পলাতক সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী দোলনকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে সাইফুল ইসলাম জুয়েল বাহিনী লোকজন । ঘটনাটি ঘটে নগরীর দেওভোগ রাসেল পার্ক এলাকায় ।
রোববার (৫জুন) সন্ধ্যা ৭টায় শেখ রাসেল পার্কে এক দর্শনার্থীর পকেট কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন কাশীপুর এলাকার চিহ্নিত এই অপরাধী। ছিনতাইকারী হিসেবে দোলনকে পুলিশের কাছে হস্তান্তর করলেও এর নেপথ্যে কি রয়েছে তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন ।
বিভিন্ন গণমাধ্যমে ছিনতাইকারী হিসেবে এমন সংবাদ প্রকাশ করা হলেও ঘটনাটি ঘিরে নানা রসস্যের সৃষ্টি হয়েছে।
আটককৃত দোলনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। সে মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, রবিবার (৫জুন) সন্ধ্যায় পরিবার নিয়ে নগরীর শেখ রাসেল পার্কে ভ্রমনে যান এক মধ্য বয়সী নারী। সন্তানদের নিয়ে পার্কে ঘুরার সময় ছিনতাইকারী দোলন ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারীর চিৎকারে পার্কে থাকা অন্য দর্শনার্থীরা দৌড়ে এসে ছিনতাইকারী দোলনকে আটক করে গণপিটুনি দেয়। পরে সদর মডেল থানা পুলিশে ফোন দিলে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায় ।
স্থানীয়রা জানান, আটককৃত দোলনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনী দিয়ে অটো রিক্সায় তুলে নেয়ার বিষয়টি অনেকেই ভিডিও রেকর্ড করেছে ।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে কাশিপুর বাংলাবাজার এলাকাবাসী জানায়, কাশিপুর এলকাায় মাদক ব্যবসা ও জমি সংক্রান্ত বিরোধসহ ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামী দোলন অন্যান্য মামলায় সাজার খেটে কারাগার থেকে বেড়িয়ে আসার পর এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধ চালিয়ে আসছিলো।
সম্প্রতি একই এলাকার জমি ব্যবসায়ী সাইফুল ইসলাম জুয়েল (৫৩) কে পুরানো বিরোধের জের ধরে সন্ত্রাসী দোলন ও তার লোকজন কুপিয়ে গুরুতর আহত করে। কুপিয়ে আহত করে পালিয়ে থাকার পর সন্ত্রাসী দোলনকে খুজতে থাকে জুয়েল বাহিনী । এক পর্যায়ে সন্ত্রাসী জুয়েলকে নগরীর রাসেল পার্ক এলাকায় দেখতে পেয়ে মুঠোফোনে যোগাযোগ করে কাশিপুর থেকে লোকজন এসে ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ।









Discussion about this post