কোন অবস্থাতেই লাগাম টেনে ধরা যাচ্ছে না কিশোর গ্যাং দের । নারায়ণগঞ্জের প্রতিটি থানা এলাকার প্রায় প্রতিটি পাড়া মহল্লায় কিশোর অপরাধীদের দৌড়াত্ম মারাত্মক আকার ধারণ করেছেন ।
কিশোরদের এমন অপকর্মের ধারাবাহিকতায় সোমবার (৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকায় সোহাগ নামের এক যুবককে কোমর থেকে বেল্ট খুলে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এ ঘটনায় আহত সোহাগের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে বাদী দেলোয়ার হোসেনের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম (১৯), বরকত (২০), সোলায়মান (২১) ও জাকির হোসেন (৪০) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে সোহাগকে পিটিয়ে জখম করে। হামলার বিষয়ে পুলিশকে কিছু জানালে সোহাগের সন্তানকে অপহরণসহ প্রাণনাশের হুমকিও দিচ্ছে অভিযুক্তরা। এ অবস্থায় পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন তারা।
কিশোর গ্যাংয়ের হামলায় আহত সোহাগের বাবা দেলোয়ার হোসেন বলেন, দুই দিন আগেও অভিযুক্তরা তার ছেলেকে মারধর করে।
এদিকে যুবকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা ও পেটানোর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪২ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার একটি গলিতে প্যান্টের কোমরের বেল্ট দিয়ে দুই কিশোর এক যুবককে এলোপাথাড়ি পেটাচ্ছে। পেটাতে পেটাতে গলির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। পেটানোর সময় যুবককে বিশ্রী ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার কথাও স্পষ্ট শোনা যায়।
এলাকাবাসী জানান, অভিযুক্তরা চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার করতে মারামারি, তাণ্ডব, জনমনে আতঙ্ক সৃষ্টি ও হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক সেবন এবং বিক্রির সঙ্গেও তারা জড়িত। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে নতুন গ্যাং হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কিশোর গ্যাংয়ের অত্যাচারে এলাকার নিরীহ মানুষ আতঙ্কিত জীবন যাপন করছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।









Discussion about this post