নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদক মামলার আসামিকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শাওন মিল্কী (২০) মুন্সিগঞ্জ জেলার হাতিমারা তিনসিড়ি এলাকার শামীম মিল্কির ছেলে।
আদালত সূত্রে জানা যায়, এই মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৬ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আসামি শাওন মিল্কীকে ১৪ বছরের সাজা দিয়েছেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১০ আগস্ট র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ শাওন মিল্কীকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করলে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।









Discussion about this post