নারায়ণগঞ্জ কারাগারে রাসেল মিয়া (৩৫) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়। রাসেল মিয়া ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আঃ মান্নান মিয়ার ছেলে।
রাসেল মিয়ার মৃত্যুর বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ব্রাদার জালাল আহমেদ বলেন, কারাগারের এম্বুলেন্সযোগে হাজতীকে শ্বাসকষ্ট জনিত কারনে আনার পর চিকিৎসক গোলাম মোস্তফা ঈমন চিকিৎসা প্রদান করেন। একটি কটসন ইঞ্জেকশন দেয়ার পর মারা যায় এই হাজতী ।
এ বিষয়ে চিকিৎসক গোলাম মোস্তফা ঈমন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, শ্বসকষ্ট ও কার্ডিয়াক জনিত কারণে হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়া হলেও শেষ রক্ষা করা যায় নাই এই রোগীকে ।
এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুব আলম জানান, দুই দিন আগে ফতুল্লা থানার একটি মাদক মামলায় রাসেলকে আদালত কারাগারে প্রেরন করেন। যেদিন তাকে কারাগারে পাঠানো হয়েছে সেদিনই সে অসুস্থ ছিলেন। মাদকাসক্তের কারনে শ্বাসকষ্টও বেড়ে গিয়ে ছিল। এজন্য তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছিল।
শনিবার সকালে তার অবস্থা আরো খারাপ হলে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।









Discussion about this post