নারায়ণগঞ্জে অসংখ্য ক্রাইমজোনের মধ্যে অন্যতম অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত রূপগঞ্জে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে দুই দিনের টানা সংঘর্ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর সজল মিয়া(১৫) মারা গেছে।
সংঘর্ষে আরো ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। নিহত সজল চনপাড়ার ৯ নং ওয়ার্ডের ৮ নং প্লটের বুলু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ২ রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ ৭ জনকে আটক করেছে।
এদেরমধ্যে ইটের আঘাতে আহত সজলকে শুক্রবার বিকেল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যায় সে। নিহত সজল রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্য বলে জানান স্থানীয়রা। এঘটনায় নিহত সজলের মা বাদী হয়ে ৪১ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
এদিকে মামলার ভিত্তিতে পুলিশ শনিবার সকালে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী আলমগীর, দিন ইসলাম, জয়, সম্রাট, সজল, রনি ও আগুন পিংকিকে আটক করে। এসময় রনির দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল জব্দ করেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নারায়ণগঞ্জ মোঃ আমির খসরু বলেন, হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৭ জনকে আটক করে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।









Discussion about this post