বন্দরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষে লাঠির আঘাতে মাবিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (১৮ জুন) দুপুরে নিহতের মেয়ে লিপি আক্তার বাদী হয়ে ঘাতক হাজী আব্দুল আউয়ালসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করে। এর আগে গত ১৭ জুন শুক্রবার বিকেল ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা নামক এলাকায় ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা মাবিয়া বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী । যার মামলা নং- ৩১(৬)২২ ধারা- ৩০২/ ১৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০।
তথ্য সূত্রে জানা গেছে, গত ১৭ জুন শুক্রবার বিকেল ৩টায় কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী মাবিয়া বেগম (৫৫) তাদের নিজ গাছ থেকে ৩টি কাঁঠাল পারে। কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধা মাবিয়া বেগমের সাথে প্রতিপক্ষ আব্দুল আউয়ালের কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ ঘাতক হাজী আব্দুল আউয়ালসহ ও তার তিন ছেলে শাহ আলম, র্মিজা ও নূরনবী ক্ষিপ্ত হয়ে উক্ত বৃদ্ধা মহিলাকে বেদম ভাবে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, হত্যাকান্ডের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।









Discussion about this post