গেলো ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ পরিবহন মালিকদের সাথে মত বিনিময় সভায় বলেছেন, “অবৈধ পরিবহন প্রবেশ নিষেধ, শহরে কোন অটোরিক্সা, ইজিবাইক ঢুকতে পারবেনা ।“
জেলা প্রশাসকের এমন আদেশের পর শহরের অহরহ চলছেই অবৈধ সকল ধরণের পরিবহণ । চলছে অটো রিক্সা । আর এমন বৈঠকের মাত্র তিন দিনের মধ্যেই খোদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই দুই অবৈধ পরিবহন মৌমিতা আর বাঁধন এর চাপায় রোববার বিকেলে মৃত্যু ঘটে রিক্সা চালক মো. ফারুক (৪০) এর ।
এমন ঘটনায় নগরীর অনেকেই বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মানলে আজ রোববার এই রিকশাচালক মো. ফারুক এর মৃত্যু হতো না । এতোই প্রমাণিত হয় নারায়ণগঞ্জের আইনশৃংখলা বাহিনী জেলা প্রশাসকের নির্দেশনা মানেন না ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা ও বাঁধন পরিবহনের দু’টি বাসের চাপায় রিকশাচালক মো. ফারুক (৪০) নিহত হয়েছে।
রোববার (১৯ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত সায়েদউদ্দিনের পুত্র।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আমরা রাস্তার অপর পাশ থেকে দেখলাম মৌমিতা ও বাঁধন পরিবহনের দু’টি বাসের যাত্রী উঠানো নিয়ে ধস্তাধস্তি। ওই সময়ে দু’টি বাসের মাঝখানে চাপা পড়ে ওই ব্যক্তিটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ জানান, মৌমিতা ও বাঁধন পরিবহনের গাফলতিতে ওই পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে রিকশাচালক ফারুক রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় মৌমিতা ও বাঁধন বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে ওই পথচারী রিকশাচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ফারুকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আমরা একজন চালক ও একজন হেলপারকে আটক করেছি ।
নিম্নে বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা প্রশাসকের সংবাদটি দেয়া হলো :









Discussion about this post