নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যবসায়ী হত্যায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদলত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী (৪০) ও তার কর্মচারী ফয়সাল (২৯)।
আদালত পুলিশের পরিদর্শক আসাদজ্জামান সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের ৩১ মার্চ ফতুল্লার ডিগ্রিরচর এলাকার মোহাম্মদ আলীর ঝুটের গোডাউনে পাওনা দুই লাখ টাকা চাইতে যান কামরুজ্জামান চৌধুরী সেলিম।

এরপর থেকেই নিখোঁজ তিনি। পাওনা টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী ও তার লোকজন সেলিম চৌধুরীকে হত্যার পর বস্তাবন্দি করে মাটিচাপা দেন। পরে ৯ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।









Discussion about this post