নারায়ণগহ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে ইজিবাইকের মিটার ভেঙ্গে ফেলায় ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবন্ধী এক চালকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ফতুল্লার পঞ্চবটি মোড়ে ট্রাফিক বক্সের সামনে এঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘন্টা পর রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার সময় ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকার রাজু গাজীর ছেলে এক পা কাটা প্রতিবন্ধী আলমগীর গাজী (৪০) পঞ্চবটি মোড়ে যানজটে পড়ে ধীর গতিতে ইজিবাইক চালাচ্ছিলেন। এসময় ট্রাফিক পুলিশ সদস্য আজাদ এসে তার ইজিবাইকের মিটারে লাঠি দিয়ে আঘাত করলে তা ভেঙ্গে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের বুকের উপর পর চড়াও হন সেই প্রতিবন্ধী ইজিবাইক চালক। এক পর্যায়ে টানা হেঁচড়া করে পুলিশ সদস্যের কাপড় ছিড়ে ফেলেন। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করে জামা থেকে ইজিবাইক চালকের হাত ছাড়ায়। এরপর দুজনকে দুদিকে পাঠিয়ে দেয়।
এমন ইজিবাইক চালকরা ট্রাফিক পুলিশের উপর হামলার চিত্র প্রায়ই দেখা যায় । নগরীর ২নং রেল গেইট , ১নং রেল গেইট ও যত্রতত্র অবৈধ স্টান্ড থেকে নিয়মিত চাঁদা আদায়ের কারণে ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনা প্রায়ই চোখে পরে নগরবাসীর । কাকডাকা ভোরেও ট্রাফিক পুলিশের অনেকে সদস্য অটো চালকদের কাছ থেকে একেবারেই নির্লজ্জভাবেই ১০ টাকা হারে চাঁদা আদায়ের চিত্র সকলের চোখে পরলেও পুলিশের শীর্ষ কর্তারা এক্ষেত্রে নিশ্চুপ।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শকের (টিআই) সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোজ নিয়ে দেখছি।









Discussion about this post