“অসম্ভব ভালো লাগছে। নিজেদের টাকায় বাংলাদেশের টাকায় এই পদ্মা সেতু। এটি বিশাল অর্জন। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সমগ্র বাংলাদেশের মানুষকেও অসংখ্য ধন্যবাদ যারা সরকারকে সহযোগিতা করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেছে, সকলকে ধন্যবাদ। এটা আমাদের সকলের উৎসব। এটি আমাদের বিশাল অর্জন, জাতির অর্জন।”
মাওয়ায় পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করে ইতিহাসের সাক্ষী হয়েছেন বলে একটি বেসরকারী টিভি চ্যানেলের কাছে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার (২৫ জুন) বেলা ১২টার দিকে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানস্থলে সরাসরি উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডা. আইভী।
উদ্বোধনের পর মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু পার হন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়েছে। সন্ধ্যার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি করা হবে।








Discussion about this post