নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাড়ার এলাকার ঐতিহাসিক প্রিপারেটরী স্কুলে (বর্তমানে কালেক্টরেট প্রিপারেটরী স্কুল) এক শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
এ ঘটনার তারিক হাসান (২২) নামের এক যুবককে আটক করে নারায়ণগঞ্জ মডেল পুলিশ।
মামলার তথ্য বিবরনীতে জানা গেছে, ওই ছাত্র ২০১৭ সালে এ স্কুলেই লেখা পড়া করতে, সে সময় থেকেই ছাত্রের কুনজর পরে ভুক্তভোগী শিক্ষিকার উপর। নানাভাবে তাকে উত্ত্যক্ত করতো এ ছাত্র। শিক্ষিকা ব্যাপারটিকে ছাত্র-শিক্ষিকার স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু ঘটনার দিন হঠাৎ করে স্কুলে পরীক্ষা চলাকালীন ক্লাসে প্রবেশ করে ৫ মিনিটের মধ্যে বের হতে বললে দায়িত্বরত শিক্ষিকা অস্বীকৃতি জানালে প্রথমে তাকে পানি ভর্তি বোতল দিয়ে আঘাত করে এক পর্যায়ে পরিহিত পোশাক ধরে টানাহেচরা সহ স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায় তার আত্ম চিৎকারে, পাশের রুমে থাকা শিক্ষকগণ এসে তাকে উদ্ধারসহ ওই ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় আটককৃত ছাত্র তারিক (২২) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এ ১০ তৎসহ ৪৪৮/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০ ধারা মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান সাইদ জানান, ২৩ জুন সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক প্রিপারেটরী স্কুলের ওই শিক্ষিকা প্রতিদিনের ন্যায় স্কুলের ক্লাশে পরিক্ষা নিচ্ছিলেন। এ সময় তারিক হাসান (২২) নামের প্রাক্তন এক ছাত্র স্কুল কক্ষে এসে ওই শিক্ষিকার হাত ধরে টানাটানি সহ নানান ভাবে শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী শিক্ষিকার আত্ম চিৎকারে আশেপাশের ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষকগণ ছুটে এসে তারিক নামের যুবককে আটক করে।
সংবাদ পেয়ে পুলিশ এসে তারিক (২২) নামের যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।









Discussion about this post