সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৩০ জুন) ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন শ্রীপুর মধ্যপাড়া এলাকার মো. এনামুল সরকারের ছেলে মো. বশির হাসান (২০) এবং একই এলাকার মো. আলী আক্কাসের ছেলে মো. আশিক (২২)। তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা পাওয়া গেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্যবাহী পিকআপে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post