নারায়ণগঞ্জের ফতুল্লায় শারমিন (২২) নামের এক নারীর বিরুদ্ধে তার আড়াই বছরের শিশু কন্যাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৪ জুলাই) সকালে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
শারমিন আক্তারের ভাষ্য মতে, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকায় শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের সংসারে জান্নাতুল নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটির বয়স যখন ৬ মাস তখন শাকিল মা-মেয়েকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যায়।
এরপর থেকে শাকিল আর তাদের খোঁজ নিতেন না। শিশুটিও নিজে ঠিকমতো খেতে পারতো না। ক্ষুধার জ্বালায় অনেক জ্বালাতন করতো। সোমবার সকাল ৭টায় কান্না করার সময় সন্তানের গলা টিপে ধরেন শারমিন। এতে শিশুটি এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায়।
পরে প্রথমে শিশুটিকে শারমিন আক্তার তার বাবা-মায়ের কাছে নিয়ে যান । শারমিনের মা শিশুটিকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যান। ফার্মেসির লোকজন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির মা-ই তাকে হত্যা করেছে।









Discussion about this post