নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ব্যানার নিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। তবে কাউকে আটক করা হয়নি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে মহানগর যুবদলের নেতাকর্মীরা শহরের খানপুর হাসপাতাল রোড এলাকায় জড়ো হতে থাকেন।
পরে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নেতাকর্মীরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন।

মিছিলটি খানপুর রোড হয়ে মেট্রো হলের মোড় ঘুরে খানপুর হাসপাতাল রোডে সংক্ষিপ্ত সমাবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পরেন যুবদলের নেতাকর্মীরা। তাদের কর্মসূচি সমাপ্ত করে ঘটনাস্থল ত্যাগ করার কথা বলেন। এসময় যুবদলের নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যেতে থাকলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু সাংবাদিকদের বলেন, আমাদের যে কোনো কর্মসূচিতেই পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের ভাল কাজেও বাধা দেয়। আজকের কর্মসূচিতেও পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরা পুলিশি বাধা উপেক্ষা করেই কর্মসূচি পালন করেছি।

তবে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের এসআই নবাব আলী বলেন, কিছু লোক জড়ো হয়ে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছিল। তাই আমরা গিয়ে তাদের সরিয়ে দিয়েছি।









Discussion about this post