নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জমি দখলের জেরে মোসা. কুলসুম বেগম (৫২) নামে এক বিধবা নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ফাহিমা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- মো. মাসুম মিয়া (৩৩), মো. মামুন (৩০), মোসা. জিবু (২৮), মোসা. খোদেজা বেগম (৬০), মোসা. কাকলী (২৩), মোসা. রীনা (৩৫), পারভীন (৪০) ও জলিল (৫২)।
অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে কুলসুমের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৪/৫ জন দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীর বাড়ির জমি জোর করে দখলের চেষ্টা করেন।
এসময় কুলসুম অভিযুক্তদের বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং লোহার শাবল দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত জখম করেন। তখন ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ বিষয়ে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post