নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে গোসলে নেমে লঞ্চের ঢেউয়ে তলিয়ে যাওয়া আমিনুর (২০) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুর লালমনিরহাটের সদর থানার কালামাটির আলমের ছেলে। ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকার ভাড়া বাসায় থেকে বিসিক শিল্প এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন তিনি।
স্থানীয়রা জানান, গার্মেন্টস শ্রমিক আমিনুর রোববার তিন বন্ধুর সঙ্গে বক্তাবলী ফেরিঘাট বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদী দিয়ে যাওয়া একটি লঞ্চের প্রবল ঢেউয়ে তলিয়ে যান তারা। এক বন্ধু তীরে উঠে অন্য বন্ধুদের বাঁচাতে পাইপ ফেলেন। সে পাইপ ধরে আরেক বন্ধু ওপরে উঠে আসতে পারলেও আমিনুর তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
বক্তাবলী নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিন গণমাধ্যম কে বলেন, পোশাক শ্রমিক আমিনুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








Discussion about this post