তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লা বলেছেন, এদেশে অবৈধ গ্যাস ব্যবহারকারিরা যতোই প্রভাবশালী হোক, শেষ অবৈধ সংযোগটি থাকা পর্যন্ত তিতাস গ্যাস এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানীর অভিযান অব্যাহত থাকবে। সরকার চাচ্ছে দেশে কোন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার না হোক তাই আমরাও অবৈধ ব্যবহারকারীদের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করেছি।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় তিনটি স্পটে অভিযান চালিয়ে তিন কিলোমিটার বিস্তৃত ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।
তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের সাথে তিতাসের কেউ জড়িত থাকলে সেও আপরাধী। পাশাপাশি অপরাধীদের ধরার জন্য সংস্থাটি উৎ পেতে আছে। শুধু তিতাসের কর্মকর্তার নয় ৫৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত এবং ৩০ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে অবসরেও পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানী ও এর আশেপাশে এই মুহূর্তে ৪৭টি টিম অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্নকরণে কাজ করছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলে এই অভিযান। এতে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার সরঞ্জাম জব্দ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ- মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাব উর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
এর আগে চলতি মাসের ৩ জুলাই এ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়।








Discussion about this post