সোনারগাঁ উপজেলায় মোগড়াপাড়ায় প্রতিদিন কাকডাকা ভোরে দুইটি ট্রাক বোঝাই করে হাবিব নামের একজন নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী পুরো সোনারগাঁ উপজেলায় পাইকারীভাবে সকল অবৈধ এমন পলিথিন বিক্রি করে দুপুরের মধ্যেই বাড়ি ফিরে যায়। এমন দৃশ্য দেখে এলাকার অনেকে সচেতন মহল নানাভাবে সোনারগাঁ থানা পুলিশ, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরসহ আইনপ্রয়োগকারী অনেক সংস্থার অনেক কর্মকর্তাদের নিয়মিত মৌখিক অভিযোগ দিলেও কোন সংস্থাই টুশব্দটিও করেন নাই ।
জেলা ও সোনারগাঁ উপজেলার দায়িত্বরত কর্মকর্তাদের নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী হাবিবের প্রতি এমন উদাসিনতার দৃশ্য দেখে সোনারগাঁয়ের অনেকের অভিমত দূর্ণীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করেই হাবিব প্রকাশ্যে চালাচ্ছে এমন অবৈধ ব্যবসা। আর নিষিদ্ধ পলিথিনের কারবারী হাবিবের বিশাল বিশাল গোডাউনের পাশের মোগরাপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে চাউলের দোকানীকে করেছেন জরিমানা । চাউলের দোকানের বস্তায় নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে জরিমানাও করেছেন হাজার হাজার টাকা ! যা সমালোচনার ঝড় উঠেছে সোনারগাঁ উপজেলায়
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে তিন চালের দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মো: ইব্রাহিম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন চালের দোকানে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে চাল বিক্রি করা হচ্ছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাদিয়া রাইস এজেন্সীকে ১০ হাজার, নিঝুম রাইস এজেন্সীকে ১০ হাজার, সোনারগাঁ খাদ্য ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের জিডিএ আরিফুর রহমান, ঝর্না আক্তার।









Discussion about this post