নারায়ণগঞ্জ থেকে চলাচলরত বন্ধন পরিবহণের একটি যাত্রীবাহী বাস রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড বিশ্বরোড এলাকায় বেপরোয়া গতির কারণে উল্টে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওমর আলী (৩০), মনির হোসেন (৩৫), মো. শফিক (৩২), শাহনাজ বেগম (৩৫), মো. রাফি (৭), মো. জনি (২৫), মুন্নি আক্তারসহ অন্তত বিশ জন আহত হয়েছে।
আহত মনির হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনের যাত্রীবাহী বাসটি সাইনবোর্ড বিশ্বরোড মোড় ঘুরতেই হঠাৎ উল্টে যায়। এতে আমিসহ বাসের অন্তত বিশ জন আহত হয়েছি। পরে সেখান থেকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আসি।
তথ্য সূত্রে জানা যায়, বন্ধন পরিবহণসহ নারায়ণগঞ্জ থেকে চরাচলরত অধিকাংশ পরিবহণের কোন বৈধ কাগজপত্র ছাড়াই জেলার প্রশাসন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মাসোয়ারা দিয়েই চলচল করে এই গণপরিবহণ। কোন কোন গাড়ীর ফিটনেস নাই, রোড পারমিট নাই, ড্রাইভারের লাইসেন্স ছাড়াই শুধুমাত্র মাসোয়ার প্রদান আর রাজনৈতিক প্রভাবেই পরিচালিত হচ্ছে এমন পরিবহণ। ফলে দূর্ঘটনার পর এই অবৈধ পরিবহণ ও তাদের সংশ্লিষ্টদের কিছুই হয় না বলেই জানান আহতদের কেউ কেউ।
খোাজ নিয়ে আরো জানা যায়, উল্টে যাওযা এই বন্ধন গাড়ীর মালিক বন্দর উপজেলার দেলোযার হোসেন ওরফে ল্যাপটপ দেলু । গাড়ীর নাম্বার ৫২৪৭। বন্ধন গাড়ীর মালিকদের অনেকেই ক্ষমতার প্রভাবে এবং নিয়মিত মাসোয়ারা দিয়েই চলাচল করছে নিবিঘ্নে । এই পরিবহণের সকল কাগজপত্র যাচাইয়ের দাবী করেছেন অনেকেই ।
ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, যাত্রীবাহী বাস উল্টে আহতের ঘটনায় প্রায় ১৮ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকের বরাত তিনি আরও বলেন, আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা গুরুতর। একজন নারী হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।









Discussion about this post