রূপগঞ্জে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় ২ টি স্পটে অভিযান চালিয়ে ২ কিলোমিটার বিস্তৃত ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক ( ইন্জিনিয়ারিং সাভিসেস শাখা) প্রকৌশলী মোঃ রফিকুজ্জামানেরর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করনে চলে এই অভিযান।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগ জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাতের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল। অবৈধভাবে নেয়া এসব সংযোগ বিচ্ছিন্নে তিতাস গত একবছর যাবত অভিযান করছে। গত জুনে বরপা এলাকায় সংযোগ বিচ্ছিন্নে অভিযান করতে এলে তিতাস কর্তৃৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ঘটনা ঘটে। পরে পর্যায়ক্রমে এ এলাকার চৌদ্দ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে তার সম্পূর্নভাবে বিচ্ছিন্ন করে দেয়া হয়ে।
এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের প্রকৌশলী মো রিফাত আব্দুল্লাহ, প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামসহ আইন শৃংখলার সদস্য গণ।
এসময় প্রকৌশলী মোঃ রফিকুজ্জামান বলেন, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অভিযান চালিয়ে ৩ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছি। সর্বশেষ অবৈধ সংযোগটি থাকা পর্যন্ত তিতাসের অভিযান অব্যাহত থাকবে।









Discussion about this post