দীর্ঘ কয়েক ঘন্টা নগরীর বাসস্ট্যান্ডে বন্ধন পরিবহনের একটি বাসের ভেতর পরে থাকার পর ব্যাপক কানাঘুষা শুরু হলে পুলিশ এসে উদ্ধার করে লাশ।
এরপর মুঠোফোনে সূত্র ধরে শনাক্ত করা হয় লাশের পরিচয় । নিহতের নাম মো. মোশারফ সরকার। সাবেক এক ব্যাংক কর্মকর্তার। বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিটি হোগলা এলাকায় । বয়স ৭০/৭২৷
শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসা ছিলেন সাবেক এই ব্যাংক কর্মকর্তা। বাসটি নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে আর জাগানো যায় নাই ৷ এমন অবস্থা দেখে পালিয়ে যায় বন্ধন পরিবহনের ড্রাইভার ৷ ঘটনার বর্ণনা দিয়ে বন্ধন পরিবহনের মালিক মনির হোসেন ওরফে ধোফা মইন্ন্যাকে খবর দিলে তিনি বাসস্ট্যান্ডে এসে বন্ধন পরিবহনের পরিচালকদের সাথে আলোচনা করে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ কে খবর দেন ৷
খবর পেয়ে ছুটে আসেন উপ পরিদর্শক কামরুজ্জামানসহ তার সাথে কয়েকজন কন্সস্টেবল । এরই মধ্যে বাসস্ট্যান্ডে চাউর হয় লোক টি স্ট্রোক করে মারা গেছেন । পুলিশ সদস্যদের সকলেই এমন সূর তুলেন কান্ডজ্ঞানহীন আমজনতার মতোই । কোন চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিহতের পরিবারের সদস্যদের ডেকে এনে, লাশ কাটা ছেড়া হবে, ডোমঘরে পরে থাকবে, মর্গের ডোমেরা টাকা না দিলে লাশ কেটে ফেলে রাখবে.. এমন অসংখ্য মন্তব্য করে নিহতের ছেলেকে বিভ্রান্ত করে তুলে।
শেষ পর্যন্ত পুলিশ বাসস্ট্যান্ড থেকেই লাশ হস্তান্তর করে নিহতের পুত্রের কাছে ।
মৃত মো. মোশারফ সরকার মুন্সীগঞ্জ সদর থানার বিটি হোগলা এলাকার লোকমান মাস্টারের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছেন।
এমন ঘটনায় উপস্থিত অনেকেই বলেন, পুলিশ কি করে বুঝলেন মোশাররফ সরকার স্ট্রোক করে মারা গেছেন ? পুলিশ আবার চিকিৎসক হলো কবে ? মোশাররফ সরকারের মৃত্যু তো অজ্ঞান পার্টির কারনেও হতে পারে ! সাধারণ মানুষের মতো স্ট্রোক করে মোশাররফ সরকার মারা গেছেন বলে পুলিশ যে কান্ডজ্ঞানহীনতার পরিচয় দিলেন তার দ্বায় দ্বায়িত্ব কে নেবেন ? কোন ডাক্তারী পরীক্ষা বা ময়নাতদন্ত ছাড়াই মোশাররফ সরকার স্ট্রোক করে মারা গেছেন এই সার্টিফিকেট কে দিলেন পুলিশকে ? মূলত ঘটনা ধামাচাপা দিতেই পুলিশ পরিবহন সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে “স্ট্রোক” নাটক মঞ্চায়ন করলেন দ্রুত গতিতে ।









Discussion about this post