রূপগঞ্জে শনিবার রাতে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় বৃদ্ধ পিতা আব্দুল আলী (৯০) মৃত্যু বরণ করেছেন।
এ ঘটনায় পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে আটক করেছে।
উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে বরাবো রসুলপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ আব্দুল আলীর ছেলে কাউসার (২৬) ও মান্নানের (৫০) সাথে মেয়ে আমেনার ঝগড়া হয়।
এসময় বৃদ্ধ পিতা আব্দুল আলী ঝগড়া থামাতে গিয়ে ছেলে কাউসার ও মান্নানের ধাক্কায় মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টায় তিনি মারা যান।
এমন ঘটনায় রবিবার সকালে বৃদ্ধের মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে ৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ দুপুরে মামলার এজাহারভুক্ত আসামী কাউসার ও মান্নানকে আটক করে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) আবির হোসেন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ২ ছেলেকে আটক করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।









Discussion about this post