নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই কনটেইনার বিদেশি মদ উদ্ধারের ঘটনায় দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় তল্লাশি চৌকিতে দুটি কনটেইনার থেকে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব-১১–এর একটি দল। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য প্রায় ৪৭ কোটি টাকা। এ ঘটনায় র্যাব-১১–এর উপপরিচালক মো. শাহাদাৎ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ও রোববার ঢাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আহাদুল ইসলাম (২২), মো. নাজমুল হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (৩৪)। এর মধ্যে নাজমুল ও সাইফুলকে রিমান্ডে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, জালিয়াতি করে অবৈধভাবে চোরাচালানের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে ৪২৫–এর ৪ ধারায় র্যাব বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি আজিজুল ইসলামের ছেলে আহাদুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানি এখনো হয়নি।
পুলিশ বলছে, মামলার প্রধান আসামি ষোলগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম ভুয়া কাগজপত্র তৈরি করে বিদেশি মদ আনেন। র্যাব তাঁর ওয়ারীর বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৯৮ লাখ ২৯ হাজার ৫০০ টাকা, ৪ হাজার ২৫৫ ইউরো, ৭ হাজার ৪৪৪ থাই বাথ, ২০ হাজার ১৪৫ ভারতীয় রুপিসহ চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মুদ্রা উদ্ধার করেছে। এরপর দুই আসামি নাজমুল ও সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। একই মামলার আসামি আজিজুল ইসলামের ছেলে আহাদ ইসলামকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, র্যাব বাদী হয়ে গ্রেপ্তার ৩ জনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









Discussion about this post