সকাল ১০ টা ৯ মিনিট । এটোবা ২০ টেবলেট আর হিমোলিন ৭০/৩০ নামক ইনসুলিনের জন্য নরাায়ণগঞ্জ শহরের পাইকারী ওষুধ ব্যবসা কেন্দ্র কালীরবাজারে মটর সাইকেল নিয়ে উপস্থিত হন তাহের হোসেন (৫২) নামের একজন হৃদরোগী ।
মটর সাইকেল ঔষুধের দোকানের সামনে দাঁড়াতেই কয়েকজন ফুটপাত দখলকারী হকাররা তাহের হোসেনকে উদ্দেশ্য করে হুমকির সূরে বলেন, “এই মিয়া এখান থেইক্কা মটর সাইকেল সরান !
এমন হুংকারের পরও মটর সাইকেল আরোহী বলেন, “৫ মিনিটের মধ্যে ঔষুধ নিয়ে চলে যাচ্ছি।“
ফের ফুটপাত দখলকারী হকাররা বলেন, “এক মিনিটের জন্যও এখানে পারবেন না। আমার দোকান খুলতেছি । আপনি ঔষুধ নেন আর যাই নেন হোন্ডা অন্যখানে রাইখ্য আসেন । নাইলে হোন্ডা ভাইঙ্গা ফালামু।
আপনারা কি এই সড়কের টেন্ডার নিয়েছেন ? মটর সাইকেল আরোহীর এমন প্রশ্নে ফুটপাত দখলকারীদের কয়েকজন সমস্বরে বলেন, “এমপির ভাই ব্রাদার, থানার টহল পুলিশরে দিনে দুইবার আর ওসি মাসে টাকা দিয়াই এই সড়কে আমরা ব্যবসা করি ! আপনে গিয়া ওসি রে জিগান !“
ফুটপাত দখলকারী হকারদের এমন আরেণের বিষয়ে কয়েকজন ঔষুধ ব্যবসাযী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ঔষধ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পরেছি এই হকারদের করণে । এখানে লাইনম্যান শাহিন ও নজু প্রতিদিন সকাল থেকেই চাাঁদবাজি করে অটোরিক্সাসহ পুরো ফুটপাতে। ওসিসহ টহল পুলিশের নাম ব্যবহার করে এমন প্রকাশ্য চাঁদাবাজির ঘটনার ভিডিও অসংখ্যবার প্রকাশ হলেও আইনশৃংখলা বাহিনী ও রাজনৈতিক দলের নেতারা একেবারেই নিশ্চুপ রযেছে । ঔষুধের দোকানী ও অসুস্থ্যদের এমন এমন চরম বিরম্বনা ছাড়াও প্রতিদিন সকালে নগরীর অনেক সনাতন ধর্মালম্বী কালী মন্দিরে পুঁজা করতে এসেও এই ফুটপাত দখলকারীদের নানা হংকার ও ইভটিজিংয়ের শিকার হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ।
ফুটপাত দখলকারীদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচনের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুরিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসানের সাথে ( বুধবার ২৭ জুলাই ) সকাল ১০ টা ৩২ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নিচ্ছি ।








Discussion about this post