নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ইসমাইল মিয়া (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি মুশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মুশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণার পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী কে কারাগারে পাঠানো হয়েছে ।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
রায় ঘোষণার পর আসামী ইসমাইল নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবী করেন।

অথচ সিদ্ধিরগঞ্জের অনেকেই বলেন, সাজাপ্রাপ্ত ইসমাইল মিয়া সানারপাড় আদর্শনগর এলাকার নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়ির ভাড়াটিয়া ও তার সহযোগী। কাউন্সিলর বাদল এই অবৈধ অস্ত্র ইসমাইল মিয়াকে দিয়ে ব্যবহার করার কারণে কাউন্সিলর বাদলকে আইনের আওতায় আনা যায় নাই ।
এই মামলায় মাসুম নামে আরেকজনকে খালাস দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে একই মামলায় মাসুম নামে আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শ নগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ইসমাইলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রয়াব-১১)।









Discussion about this post