রূপগঞ্জে সরকারি জমি দখল করে বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে এসিআই সল্ট (লবণ) নামে একটি কোম্পানির বিরুদ্ধে। বালু ভরাটে বাধা দেওয়ায় প্রতিবাদীদের প্রাণনাশের হুমকিও দিয়েছে ওই কোম্পানির নিয়োজিত সন্ত্রাসীরা।
গত কয়েক দিন যাবৎ সরকারী জমি দখল কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলেও আইনশৃংখলা বাহিনীর বিষয়ে কোন নজর নেই ।
বুধবার (৩ আগষ্ট) সকাল থেকে এলাকার অনেকেই এমন দখরে বিষয়ে দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,এসিআই সল্ট (লবণ)নামে একটি কোম্পানি সম্প্রতি মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় কয়েক বিঘা জমি কিনে এর সঙ্গে সরকারি জমিও দখল করে। ইতোমধ্যে প্রায় তিন বিঘা জমিতে বালু ভরাট করা হয়ে গেছে। এসিআই সল্ট (লবণ)কোম্পানি নিয়োজিত সন্ত্রাসীরা গতকাল সকালে সরকারি জমিতে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেয়।
এ ব্যাপারে এসিআই সল্ট (লবণ) কোম্পানি জিএম নিয়ামুল বাড়ি গণমাধ্যমকে বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে ভালু ভরাট করেছি। বালু ভরাট করেছি হুমকির বিষয়ে উনি বলেন, উল্টো হুমকির সম্মুখীন আমরা ।
এসিআই সল্ট (লবণ) কোম্পানি বিরুদ্ধে সরকারি জমি দখলের বিষয়টি নিশ্চিত করে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস বলেন,পানি উন্নয়নের বোর্ডের জায়গা দখল করে কোন বালু ভরাট করেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সাহেদ বলেন, সরকারি জমি দখলকারীদের আটকের চেষ্টা চলছে।









Discussion about this post