একাধিক ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত নরসিংদীর পলাশের আজিমুদ্দিন ওরফে কাইল্লা ডাকাতকে (৬৯) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি আজিমুদ্দিন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের এএসআই হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশের একটি টিম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আসামি আজিমুদ্দিন দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে বসবাস করতে থাকে। সব শেষ নরসিংদীর মাধবদী থানা এলাকার পাথরপাড়া কহিনুর ত্রি- পিছ কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতারকৃত আসামি আজিমুদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ নরসিংদী ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।









Discussion about this post