অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা হারিয়েছেন এক ব্যক্তি।
গত সোমবার (৮ আগষ্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহি বাসে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম শফিক উদ্দিন। সে সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শফিক উদ্দিনের মেয়ে মরিয়ম বেগম বলেন, আমার বাবা বোর্ডের ব্যবসা করেন। ভাই বিদেশ যাবে- এ জন্য এক লাখ টাকা নিয়ে বনানীর একটি প্রতিষ্ঠানে জমা দিতে আসছিলেন তিনি। গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে আসতেই বাস থামলে কন্ডাকটরের চোখে পড়ে বাসের সিটে একজন চিৎ হয়ে পড়ে আছে। পরে তাকে সেখানে নামিয়ে গাড়ি চলে যায়।
মরিয়ম আরও বলেন, সেখানকার লোকজন তার পকেটে থাকা মোবাইল দিয়ে আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া বলেন, সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।









Discussion about this post