রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের কাছে পুলিশের পেশাক পরিহিত অবস্থায় নিজের এসআই পরিচয় দিয়ে চাঁদাদাবীর সময় রহমত উল্লাহ নাওশাদ (৩৮) নামের একজন প্রতারককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ আগষ্ট) দুপুরে কাঞ্চন পৌরসভা কার্যালয়ে ঘটে এ ঘটনা।
আটক রহমত উল্লাহ নাওশাদ ঝালকাঠির নলছিটি থানাধীন খাজুরিয়া এলাকার মৃত কবির হাওলাদারের ছেলে।
জানা যায়, দুপুরে পোশাক পরিহিত অবস্থায় প্রতারক রহমত উল্লাহ নাওশাদ পৌর মেয়রের কক্ষে প্রবেশ করে নিজেকে পুলিশের এসআই (দারোগা) হিসেবে পরিচয় দেয়। এ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে। সেই অভিযানে সে এসেছে। এ সময় সে মেয়রকে বলেন আপনার এলাকায় মাদক, চোরাকারবারী, ইভটিজিং, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড ঘটছে। এব্যাপারে আপনার সাথে আলাদা কথা আছে ।
মেয়র তাকে এখানে কথা বলতে বললে সে মেয়রের কাছে টাকা দাবী করেন। অন্যথায় বিভিন্ন ধরনের সমস্যা হবে বলে হুমকি প্রদান করেন। মেয়র তার আচরন সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমন ঘটনায় সহকারী পুলিশ সুপার( গ- সার্কেল)আবির হোসেন বলেন, আটক প্রতারক নাওশাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল ও মাদারীপুরের শিবচর থানায় পৃথক দুটি মামলা রয়েছে । পরে তাকে আদালতে প্রেরন করা হয়।









Discussion about this post