নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাক ভর্তি সয়াবিন তেল ময়মনসিংহের ফুলপুর উপজেলায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকার শাহজাহান সাজুর দোকান থেকে ৪৪ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করা হয় বলে জানান ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল-মামুন।
পুলিশ জানায়, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ১১ হাজার ১৬০ লিটার (৬০ ড্রাম) তেল কিনেন গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকার এক ব্যবসায়ী। রাতেই তেল ট্রাকে করে মাওনার উদ্দেশে রওনা দেন প্রতিষ্ঠানের কর্মচারী ফারুক মিয়া। রূপগঞ্জ এলাকায় একটি প্রাইভেট কার ট্রাকটির গতিরোধ করে।
ছিনতাইকারীরা ট্রাক থেকে ফারুক মিয়া, ট্রাকচালক রুহান মিয়া ও তার সহকারীকে নামিয়ে নেয়। ট্রাকের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয়। পরে তিনজনের হাত-পা ও মুখ বেঁধে প্রাইভেট কারে তুলে ময়মনসিংহের ত্রিশালে নিয়ে আসে। সঙ্গে সয়াবিন তেলের ট্রাকটিও ছিল।
ত্রিশালে অন্য একটি ট্রাকে সয়াবিন তেলের ড্রামগুলো তুলে নেয় ছিনতাইকারীরা। তারপর ট্রাকসহ তিনজনকে সেখানে ফেলে রেখে চলে যায়।
মঙ্গলবার ভোর রাতে ফারুক মিয়া ত্রিশাল থানায় বিষয়টি জানান। তখন পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে এবং ফুলপুর থানাকে বিষয়টি জানায়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে আট হাজার ১৮৪ লিটার তেল (৪৪ ড্রাম) উদ্ধার করা হয়। বাকি তেল উদ্ধারে অভিযান চলছে।
তেল ছিনতাইকারী শেরপুর জেলার বাসিন্দা। তার নামে তেল ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।









Discussion about this post