দীর্ঘদিনের বিরোধের ধর ধরে আবারো ফতুল্লায় চরাঞ্চলখ্যাত বক্তাবলীর আকবর নগরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে ওই এলাকায় সামেদ আলী বাহিনী ও ইউপি চেয়ারম্যান শওকত আলী সমর্থিত জাকির বাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিচরণ করে সব সময় ।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাগো নিউজকে বলেন, কিছুদিন আগে বাকি টাকা চাওয়া নিয়ে আমার আত্মীর-স্বজনদের বাড়িতে সামেদ আলী বাহিনীর লোকজন হামলা করে। এ নিয়ে এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছিল। আজ সেই বিরোধের জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ফতুল্লা থানা ওসির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় আমাদের প্রায় সাত থেকে আটজন আহত হয়েছেন।
তবে এ বিষয়ে সামেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু সাংবাদিকদের কে বলেন, আগের ঘটনার রেশ ধরে সামেদ আলী বাহিনীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উভয় গ্রুপকে ধাওয়া দিলে তারা পিছু হটে। তবে এসময় একটি পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।









Discussion about this post