রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে ৫ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া গেছে। তিনি ওই ইউনিয়নের বিএনপির সদস্য সচিব। তার নাম জহিরুল হক ওরফে জুরু মিয়া। এ ঘটনায় তেলসহ শাহিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার সরকার আটক ব্যক্তিসহ তেল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার ৮নং ওয়ার্ড থেকে ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশ তেলগুলো জব্দ করে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি চুরির মামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা জহিরুল হক জুরু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।









Discussion about this post