সিদ্ধিরগঞ্জে দুইজন পথচারী নারীর কাছে থেকে স্বর্ণালংকার ছিনতাই করার সময় মো. ইসমাইল হোসেন (৫০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১১।
গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত ইসমাইল হোসেন নারায়ণগঞ্জ সদরের ভুইঘর এলাকার মো. ফজলুল হকের ছেলে।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিভিন্ন সহজ-সরল, সাধারণ জনগণকে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ছিনতাই কার্যক্রম করে আসছে।
এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।









Discussion about this post