নারায়ণগঞ্জে-বন্দর বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান সেতুতে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
দূর্ঘটনাস্থলে মোঃ সিমন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে আর শিক্ষার্থী দ্বীপ চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ নভেম্বর) মারা যান।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত সিমন পুরাতন সৈয়দপুর এলাকার সালামত মিয়ার ছেলে। তার মা নিলুফা বেগম গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এ.এস.আই খোকন জানান, শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান সেতুতে ঘুরতে যান সিমন। এ সময় সেতুর মধ্যে মোটর সাইকেলটি ঘুরাতে গিয়ে উল্টে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিমন মারা যান। আহত হন তার বন্ধু দ্বীপ । পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে দ্বীপ।









Discussion about this post