সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানার বিতর্কিত ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নজরুল ইসলামকে নারায়ণগঞ্জ শহরের টানবাজার পুলিশ ফাঁড়িতে বদলী করা হয়েছে।
তার স্থলে ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টারবাজার ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়াকে।
রোববার সকালে নজরুল ইসলামকে সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ শহরের টানবাজার পুলিশ ফাঁড়িতে বদলী করা হয়।
এদিকে রোববার সন্ধ্যায়ই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে মোঃ সেলিম মিয়া যোগদান করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার বিতর্কিত ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে এক বয়োবৃদ্ধকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানির অভিযোগে গত ২০ মার্চ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের বরাবরে আবেদন করেছেন। আবেদনে হাজী এমরান হোসনে নামে ঐ বয়োবৃদ্ধ মিথ্যা হয়রাণি থেকে পরিত্রাণের জন্য পুলিশ সুপারের সহায়তা কামনা করেন।
এছাড়াও তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার ওসির মাধ্যম ছাড়াই ব্যাক্তিগত ভাবে অভিযোগ নিয়ে নানা সুবিধা আদায় করে আসছিল বলে অভিযোগ ছিলো ।









Discussion about this post