নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জের রাঘব বোয়ালদের দ্বারা পরিচালিত জুয়ার আস্তানা গুড়িয়ে দেয়ার পর এবার জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের কঠোর নির্দেশে মহানগরীর মাদকদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত পাগলার মেরী এন্ডারসনে (ভাসমান জাহাজ) হানা দিয়েছে জেলা পুলিশের একাধিক দল ।
জেলা পুলিশ সুপার কার্যালেয় থেকে পাটানোর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সেবী ও বিক্রেতাসহ মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল সোমবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত পুলিশের একাধিক দল অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা থানা পুলিশ, ফতুল্লা থানাধীন পাগলা এলাকার ভাসমান জাহাজ মেরি এন্ডারসনে অভিযান চালিয়ে মাদকের ক্রেতা বিক্রেতাদের আটক সহ ৮১ কার্টুন বিদেশী বিয়ার (প্রতি কার্টুন ২৪ টি করে) এবং ০৪ কার্টুন বিদেশী মদ (প্রতি কার্টুনে ১০ টি করে) উদ্ধার করে পুলিশ ।
অভিযান চলাকালীন সময়ে উৎসুক জনতা অনেকেই উপস্থিত হলেও কাউকেউ ভিতরে প্রবেশ এবং কাউৃকেই মেরী এন্ডারসন থেকে বরে হতে দেয় নাই পুলিশ । এ সময় উপস্থিত অনেকেই বলেন, নারায়ণগঞ্জের রাঘব বোয়ালদের দ্বারা পরিচালিত এই মেরী এন্ডারসনের ভিতরে সাধারণ মানুষ প্রবেশ করতে পারতো না । মেরী এন্ডারসনের জাহাজের ভিতরে একেবারে নিরাপদ আস্তানা হওয়ার সুযোগে শহরের অনেক প্রভাবশালীরা দামী গাড়ী হাকিয়ে মদ বিয়ার সেবন সহ নারী কেলেংকারীর ঘটনা ছিলো একেবারেই ওপেন সিক্রেট । কেউ এই মেরী এন্ডারসনের অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতেও সাহস পেতো না ।
উপস্থিত অনেকেই কঠোর সমালোচনা করে আরো বলেন, পুলিশ সুপার সাহসী পদক্ষেপের কারণে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনেরজুয়ার আস্তানা ঘুড়িয়ে দিয়ে ৪২ জনকে আটকে করে এবং রাঘব বোয়ালদের নাকে খত দিয়ে অপরাধ বন্দ করেছে । ঠিক তেমনি মেরী এন্ডারসনের এমন অপকর্মকারা চালাতো তা জনগণের কাছে প্রকাশ করার দাবীও জানান পুলিশ সুপার হারুন অর রশিদের প্রতি । অভিযান চলাকালনি সময়ে “সাধুবাদ এসপি হারুন” বলেও অনেকেই শ্লোগান দেয়।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের ডিআইওয়ান মমিন জানান, মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ সহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সুপারের জিহাদ ঘোষনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে । এই মূহুর্তে আটককৃতদের নাম ঠিকানা লিপি বদ্ধ করা হচ্ছে । বিস্তারিত পরে জানানো হবে ।









Discussion about this post